পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে ছাড়ার পর লোকোসেট সংলগ্ন সিগন্যাল পয়েন্টে এসে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে একটি কোচের দুইটি চাকা ভেঙে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
এ ব্যাপার রেলওয়ের পাকশী বিভাগীয় ট্রাফিক অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, রাজধানী ঢাকা থেকে বেনাপোলে যাতায়াতকারী সেমি ননস্টপ ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার অভিযান চলছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজে একটু সমস্যা হচ্ছে। যত দ্রুত সম্ভব লাইন ক্লিয়ার করার চেষ্টা চলছে।