কামাল হোসেন: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার চাইল্ড কেয়ার মডেল একাডেমিতে ১৬ই অক্টোবর ২০১৮, রবিবার সকাল ১১ টায় অভিভাবক মা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাইল্ড কেয়ার মডেল কেয়ার একাডেমির পরিচালক ডাঃ এনামুল হকের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক জাকির হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, চাইল্ড কেয়ার মডেল একাডেমি পরিচালনা কমিটির সদস্য জামাল হোসেন, ইমরান হোসেন, ৭ নং লক্ষীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আফতাব উদ্দিন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনসার আলী, সফিক মিয়া, হালিমা বেগম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধী, সমাজকর্মী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
বক্তরা স্কুলের শিক্ষার মান ও ফলাফল নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।
অভিভাবক সমাবেশে সময় ও সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান চাইল্ড কেয়ার মডেল একাডেমির সভাপতি সফিকুর রহমান।