চৌগাছা(যশোর) সংবাদদাতাঃ চৌগাছায় কয়েক দিনের ব্যবধানে সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে, ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ দাম বেশি হওয়ায় অনেকে আবার প্রয়োজনের তুলনায় কম সবজি কিনতে দেখা গেছে ।
তবে পাইকারি বাজার থেকে খুচরা বাজারের প্রতি কেজি সবজির দাম ১৫-২০ টাকা বেশি দরে বিক্রয় হচ্ছে । ফলে চাষির থেকে বেশি লাভবান খুচরা ব্যবসায়িরা হচ্ছে । সোমবার চৌগাছা বাজারের খুচরা বাজারে প্রতি কেজি মরিচ ৬০, মুলা ৩০,ফুল কপি ৬০, পাতা কপি ৪০, কলা ৩০, বেগুন ৫০, মিষ্টি কুমড়া ৩৫, পটল ৪০, করল্লা ৬০, পিয়াজ ৮৫, আলু ২০, ছিম ৭০, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে ।
চৌগাছা বাজারের সবজির পাইকারি ব্যবসায়ি মুজাহি বিশ্বাস বলেন, বেশ কয়েক দিন ধরেই সবজির বাজার একটু বেশি যাচ্ছে, তবে খুচরা বাজারে সবজির দাম তুলনা মূলক একটু বেশিই ।
dating sites free
free adult personals