মোঃ রবিউল অালম: রবিবার ৬ অক্টোবর দুপুর দেড়টার সময় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেনঃ অহিদা বেগম(৬৫),মেয়ে রেহানা বেগম (৩৫),নাতি সাব্বির (১৪)ও সামিয়া (১০)।
এদের মধ্য নিহত রেহানার সাব্বির ও সামিয়া চাঁরজনই একই পরিবারের।
নিহতদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা।তারা চাঁদপুর ঘুরতে আসে।
নিহতদের মৃতদেহ চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে রয়েছে।