রাবেয়া সুলতানা (ডায়না)
তোমার কাছে আমি নেই
তাই বলে কি ভাবছ আমি নেই?
না গো না আমি তো আছি
তোমার সারাটা হৃদয় জুড়ে।
জীবনের কিছুটা সময় তো ছিলাম
দুজন দুজনার সাথে,
বাকি জীবনটা না হয় কাটিয়ে
দিলাম দু প্রান্ত থেকে।
তবে মন থেকে মনের আনাগোনা
তো রয়ে যাবে……….
চিরকাল।
হয় তো তোমার আলনায় থাকবে না
আমার জামা,ঝুলবে না
তোমার বারান্দায় আমার
সালোয়ার কামিজ।
এমনি করে আবার হয় তো
তোমার বিছানায় পাবে না
আমার অলস ক্লান্ত দেহ খানি।
তোমার পাশে পরে থাকা,
বালিশটায় আমার অস্তিত্ব।
প্রচন্ড শীতে ঠান্ডায়
পাবে না আমার কোমল পরশ।
তবু মনের জানালায় অবাধ
আনাগোনা দুজনায়………..
তুমি যখন লিখতে বসো
তখন হয় তো আমার অস্তিত্ব
থাকে না তোমার পাশে,
তবে তোমার প্রতিটা লেখা
প্রাণ পায় আমাকে নিয়ে
কথামালা সাজিয়ে।
তোমার মনে যে আমার
অবাধ বিচরণ…..
তার পর ও কি বলবে
আমি নেই?
আরো পড়ুন : – অন্যের চোখে হয়ে উঠুন সম্মানের পাত্র