জহরুল ইসলাম( জীবন),ঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে র্জাসি ও ফুটবল বিতরণ করা হয়েছে৷
১২ সেপ্টেম্বর(বৃহস্থপতিবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময়৷২ আমগাঁও ইউনিয়ন পরিষদে খাকড়তলা একাদশ এর মাঝে ২৪ টি জার্সি ও ৩ টি ফুটবল বিতরণ করেন,২ নংআমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার৷
এসময় আরো উপস্থিত ছিলেন,২ নং আমগাঁও ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোঃশওকত আলী, মোঃ,মনিরুল ইসলাম(মনির),শাহিরুল,মনিরুল প্রমুখ৷