বাবুল মিয়া বাবলা, সীতাকুন্ড,চট্টগ্রামঃ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলায় জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ড একটি পুরাতন জাহাজ ভাঙ্গার ইয়ার্ড, অত্র ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় নিহত ২ ও আহত হয়েছেন আর ১৩ জন। শনিবার বিকাল সাড়ে ৫ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরীর আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত দুইজন হচ্ছে আমিনুল (৫০) পিতা আবদুল কাদের, মীরসরাই, তুষার চাকমা (২৩) পিতা সুর্য কুমার চাকমা, পানছড়ি, খাগড়াছড়ি।জানা যায়, বিকালে ৫ ঘটিকার সময় জাহাজে কাটিং করার ওয়ার (মোটা তার) ছিড়ে পড়ে মারাত্বক আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। আহতরা হলেন নাসিরুদ্দিন (৬০) শরিফ (৩০), রান দায়াল (৪০), রিমন (২৪), বনজয় ত্রিপুরা (২৮), সুরান ত্রিপুরা (৪৩), অনিক ত্রিপুরা (২০), শ্রাবণ (২৫) সঞ্জয় (২৫), জগদীশ (২৫), রতন (৩০) ও ফারুক (২৫)।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামিম শেখ। কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইফতেখার।দূর্ঘটনার বিষয়ে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডের সুপার ভাইজার মোঃ জাফর বলেন, শ্রমিকরা প্রতিদিনের ন্যায় কাজ করার সময় জাহাজ থেকে ওয়ার (মোটা তার) হঠাৎ ছিড়েঁ পড়ে। এসময় বেশ কয়েকজন শ্রমিক গুরুত্বর আহত হয় তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা গেছে শুনেছি
জনপ্রিয় সংবাদ
‘দেশে নারীদের গড় আয়ু ৭৫ বছর, পুরুষের ৭১’
অনলাইন ডেস্ক:জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, এখন বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ু...
‘দেশে নারীদের গড় আয়ু ৭৫ বছর, পুরুষের ৭১’
অনলাইন ডেস্ক:জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, এখন বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ু...
‘দেশে নারীদের গড় আয়ু ৭৫ বছর, পুরুষের ৭১’
অনলাইন ডেস্ক:জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, এখন বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গ...
free adult dating
free datingwebsites