চাঁদপুরের নবাগত জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দিয়েছেন মোঃ জুলফিকার আলী খান । গতকাল ৩০ এপ্রিল সোমবার সকালে তিনি তাঁর কার্যালয়ে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিচারকগণ। শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন সাব জজ-১ মিজানুর রহমান ভূঁইয়া, সাব জজ-২ মোঃ মোস্তফা শাহরিয়ার ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ।
নবাগত জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খান এর আগে বরগুনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী ও ২ ছেলে নিয়ে তাঁর সংসার। তাঁর নিজ বাড়ি ঝালকাঠি জেলা সদরে।
গতকাল সকালে জেলা ও দায়রা জজ তাঁর কার্যালয়ে দায়িত্ব নেয়ার পর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীগণ তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং বিকেলে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সুত্র : চাঁদপুর কন্ঠ
চাঁদপুর এর আরো সংবাদ পড়ুন
রুপসার জমিদার পুত্র সৈয়দ নছর উল্লাহ চৌধুরী ওরফে মাইজ্জা সাহেব আর নেই
চাঁদপুর বালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রী আহত
ত্রিশ লাখ শহিদ স্মরণে এবারের বৃক্ষরোপন কর্মসূচি
চাঁদপুরে ঝড়ের কবলে পড়ে সিএনজি স্কুটার চালকের মৃত্যু