এজি লাভলু: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাব-রেজিষ্ট্রার নুসরাত জাহান (৩৫) তাঁর বাসার গৃহকত্রী জান্নাত খাতুন (১১) ও ড্রাইভার অজ্ঞাত (৪০) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় সাব-রেজিষ্ট্রারের ২ শিশু সন্তান অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গাড়িতে থাকা অপর চালক অজ্ঞাত গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
আজ ৬ আগস্ট মঙ্গলবার কুড়িগ্রাম থেকে ব্যক্তিগত প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাব-রেজিষ্ট্রার নুসরাত জাহান। পথিমধ্যে সকাল ১১ ঘটিকার দিকে গোবিন্দগঞ্জ শহরের বোয়ালিয়া শঠিবাড়ী এলাকায় সেবা পরিবহন বাসের সাথে তাকে বহনকারী প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই সাব-রেজিষ্টার নুসরাত জাহান ও তার বাসার গৃহকত্রী জান্নাত খাতুন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রাইভেট কারের চালক সহ তাঁর ২ সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চালক মারা যায়।