এজি লাভলু: ধান খাওয়ার অপরাধে দুই মুরগির
দন্ড। নির্দিষ্ট পরিমাণ জরিমানা গুনে দন্ড থেকে মুরগি দুটিকে মুক্ত
করতে হবে মুরগির মালিককে। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলার
নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে।
স্থানীয় খোঁয়াড়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে আটক থাকে অপরাধ করা
মুরগি দুটি।
মুরগি দুটিকে খোঁয়াড়ে দেয়া মাহাবুবুর রহমান জানান, বন্যায় নষ্ট
হয়ে যাওয়া আমন ধানের বীজতলা আবার গজাতে থাকে। এদিকে গ্রামের
সব মুরগি এসে কচি কচি চারা ধানগুলে ঠুকরিয়ে খেয়ে ফেলে। অনেক
বলা কওয়ার পর কাজ না হওয়ায় আজ সকালে দুটি মুরগিকে ধরে স্থানীয়
গবাদি পশু পখির খোঁয়াড়ে দিয়েছি।
খোঁয়াড় মালিক জানান, বীজতলার ধান খাওয়ার অপরাধে দুই মুরগিকে
খোয়াড়ে দিয়েছেন একজন। তবে মুরগি দুটির মালিক কে বা কাহারা
তা জানা যায়নি। গবাদি পশু পাখি ফসলের ক্ষতি করলে ক্ষতিগ্রস্ত মালিক
খোঁয়াড়ে দিতে পারেন। আর্থিক জরিমানা বা দন্ড দিয়ে পশুপাখির
মালিক তা ছাড়িয়ে নিয়ে যায়। তবে আমার ৪০ বছরের খোঁয়াড়
চালানোর ইতিহাসে এবারই প্রথম কেউ মুরগি খোয়াড়ে দিল।