বিশেষ প্রতিনিধি: আজ ১৬ জুলাই ২০১৯ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুর জব্বার মণ্ডল এই অভিযান পরিচালনা করেন।
ঢাকা মহানগরীতে ব্রাদার্স চিকেন বয়লার হাউস-১০,০০০/- মায়ের দোয়া চিকেন বয়লার হাউজ-৫,০০০/- ইউসুফ মিয়ার পিঁয়াজের আড়ত-৫,০০০/- সহিদ উল্লাহ পিঁয়াজের দোকান-১০,০০০/- সেলিম পিঁয়াজের দোকান-১০,০০০/- কালাম শেখ পিঁয়াজের দোকান-৫,০০০/- মাদারীপুর পিঁয়াজের ষ্টোর-৩,০০০/- সালামের পিঁয়াজের দোকান-৫,০০০/- মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে ফুলকলি সুইটসকে-৫০,০০০/- জরিমানা আদায় করা হয়।
উক্ত তদারকি কাজে সংশ্লিষ্ট থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।