তুমি নারী
সুজাতা দাস
তুমি তো সুন্দর নও,
সুন্দরী তুমি প্রতি পদক্ষেপে-
চিরাচরিত জীবন চরিত,স্বপ্নের প্রথা মেনে;
হয়তোবা তুমি সেই নারী-
যে ছিল আমার স্বপন চারিনী-
তবুও ভালোলাগে, তোমার ঐ টোলপড়া গালে;
ব্যথা গুলো লুকিয়ে রাখা, মুখের ঐ মিষ্টি হাসি-
ছুটে ফেরা দিগন্ত থেকে দিগন্তে,
শ্রান্ত মুখে বিন্দু বিন্দু স্বেদ্ কণা ছড়ানো-
একটু বেসামাল শাড়ির আঁচলে,
সাদৃশ্য খুঁজে পাওয়া নিটোল ভাস্কর্য-
ছুটে বেড়ানো অনুভূতির রাজ্যে,
এক টুকরো মরূদ্যান মরুভূমির মতো-
ললাটে একটু চটে যাওয়া টিপটা,
সূর্যের শেষ বেলার ছবি লেগে আছে-
পরিশ্রান্ত শরীরের খাঁজে অব্যক্ত বেদনা,
যা ঘামে ভেজা শরীরের অবয়বে ফুটে আছে-
নারীত্বের অবমাননা ঝোকাতে পারেনি,
পারেনি সৃষ্টি কে রুখতে, তুমি শক্তি
তুমি দশভুজা তুমি নারী শত রূপে।।