কামাল হোসেন: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ২৮ বর্ডাগার্ড ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা পৃথক পৃতক অভিযান চালিয়ে ৮ লক্ষ ৯৬ হাজার টাকার ভারতীয় মদ, মহিষ এবং গোলকাঠ আটক করেছে। সুনামগঞ্জ-২৮ বর্ডাগার্ড ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানাযায়, গত ০৬ জুলাই শনিবার ১৫০০ ঘটিকায় সময় জেলার বিশ্বম্ভপুর উপজেলার ডুলুরা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিনয় চালিয়ে সীমান্ত পিলার ১২১১/১১-এস এর নিকট হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৬ হাজার টাকা। অপর দিকে একই দিনে ১৭৩০ ঘটিকার সময় তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৪/৫-এস এর নিকট হতে আনুমানিক ৭৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাকাটা নামক স্থান হতে ২০ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
এবং ০৭ জুলাই রবিবার ০০৩০ ঘটিকার সময় জেলার দোয়ারাবাজার উপজেলার উবাঁশতলা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২৩৩/০৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ০১নং বাংলাবাজার ইউনিয়নের মোল্লারপাড় নামক স্থান হতে ভারতী থেকে চোরাই পথে নিয়ে আসা ০৬টি ভারতীয় মহিষ আটক করে। যার আনুমানিক সিজার (বিজিবি) মূল্য ৭লক্ষ ৮০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক অধিনায়ক মো: মাকসুদুল আলম বলেন,
আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং গোলকাঠ বনবিট কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এবং ৬ মহিষ সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে নিলামের পক্রিয়াধীন রয়ে।
dating sites
chat websites to meet people
If one has to jump a stream and knows how wide it is he will not jump. If he does not know how wide it is he will jump and six times out of ten he will make it.