আসাদুজ্জামান আসাদ, রাজারহাট (কুড়িগ্রাম): রাজারহাটের ফরকের হাট বাজার থেকে এক
ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,গতকাল
শুক্রবার সকালে এলাকাবাসী ওই বাজারের পশ্চিম দিকে একটি আম গাছের সাথে নিজের
শরীরের পানজাবী দিয়ে গলায় ফাঁস ঝুলানো ইসলাম হোসেন (৬০) নামের এক বৃদ্ধের
লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত
ব্যক্তির বাড়ি রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীর হাট গ্রামে বলে
জানা গেছে। এঘটনায় বৃদ্ধ ইসলাম হোসেনের মৃত্যু হত্যা না আতœহত্যা এনিয়ে
প্রশ্ন দেখা দিয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার
জানান,এঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে এবং মৃতের
পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত করা হয়নি।
personal ads free
100% completely free dating sites