খেলার চমক
অ আ আবীর আকাশ
দেখলো ধরা অবাক হয়ে
দু’চোখ করে বড়ো
ব্যাটের সাথে বল খেলে যায়
হয়ে জড়োসড়ো।
যাদুকর এক ভর করেছে
এবার বিশ্বকাপে
হুঁশ হারিয়ে বিশ্ববাসী
ভয়েই যেনো কাঁপে।
কেমন যেনো মন্ত্র পড়ে
বলে মারে ব্যাট
ব্যাটে বলে খেলার চমক
`-হোয়াট ইজ দ্যাট?’
——-চন্দনকুটির,২০জুন ২০১৯—–