বিনোদন ডেস্ক: যে বাবা তিল তিল করে সন্তানকে বড় করে, সেই সন্তানের কাছে বৃদ্ধ বয়সে বাবার কোন মূল্য থাকে না।সেই ক্ষেত্রে বাবাদের কি করা উচিত এমনই একটি কাহিনী নিয়ে নাটক ‘যেতে যেতে অবশেষে-
নাটকটি পরিচালনা করেছেন মোঃকামরুল হাসান সুজন, রচনাঃ মাজহারুল ইসলাম,
অভিনয় করেছেন: রাাইসুল ইসলাম অাসাদ, অারজুমান অারা বকুল, সারওয়ার সরকার জীবন, কেএস কৃঞ্চ সহ অারো অনেকে,
নাটকটি প্রচারিত হবে ওয়েলকাম মিডিয়া লিমিটেড ( welcome media limited) এর ইউটিউব চ্যানেলে