অদ্য ৩১ মে ২০১৯ ঢাকা মহানগরীতে মিরপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনায়: মোঃ আবদুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকালের বাসি ইফতার সামগ্রী ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংসের সাথে সংরক্ষণ ও খাবারে তেলাপোকা বিচরণ করা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ করার অপরাধে সিটি মহল থাই চাইনিজ রেস্টুরেন্টকে ২ লক্ষ টাকা, অনুমোদন বিহীন দই তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই, বুরহানি সংরক্ষণ করার অপরাধে নিউ ক্যাফে ধানসিঁড়িকে ৫০ হাজার টাকা এবং বাসি ইফতার সামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে মেজবানকে ৫০ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
উক্ত তদারকি কাজে মিরপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।