কুমিল্লা প্রতিনিধি: আই আই ইউ সি সুপরিচিত ফোরাম কুমিল্লার উদ্যোগে নগরীর জিইসি মোড় সংলগ্ন এলাকায় ইলমুল কোরআন এতিমখানায় ইফতার মাহফিল এবং শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফোরাম গুলো যখন নিজেদের সম্পর্ক বৃদ্ধির জন্য বিভিন্ন রেস্তোরা গিয়ে ইফতার মাহফিল করছে, সেই চিন্তা ভাবনা থেকে বের হয়ে একটা ব্যাতিক্রম আয়োজন করেছে কুমিল্লা ফোরাম। ফোরামের শুরুটা খুব বেশি বড় করে করতে না পারলেও সামনের দিকে ইচ্ছে আছে আরো বড় পরিসরে আরো ভাল কিছু করার। এই সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিল মোঃ মহিউদ্দিন সিরাজ, তৌহিদুল ইসলাম, মাকসুদা রিমা, আশিক উদ্দিন, সাইফুর, সাহিদ,রাশেদ, ফয়সাল। এছাড়াও সাকিব,শরীফ,রিফাত, ইতু, সানজিদা, খাদিজা, নাজমুল, শাওন, দিপু, আলিশা, শরীফ সহ প্রোগ্রামের কার্যক্রমে সংশ্লিষ্ট ছিল।