(চৌগাছা,যশোর) পরিবারের একটু স্বচ্ছলতা আনতে মালেশিয়ায় মারা গেলেন চৌগাছার রিপন হোসেন (৪৫) নামের এক প্রবাসী যুবক।
নিহত রিপন হোসেন যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের ইসাহক আলীর ছেলে।
এলাকাবাসী জানান,সোমবার রাতে মালেশিয়ার একটি পাম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি স্টোক করে মারা গেছেন।
চৌগাছা বাজার জুয়েলারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুসলিম জুয়েলার্স এর মালিক মোঃ হায়দার আলী জানান, রিপন পাঁচভাই তিন বোনের মধ্যে বড় ভাই। রিপন চৌগাছা বাজারের বিভিন্ন স্বর্ণের দোকানে স্বর্ণের কারিগরের কাজ করতো। শ্রী দূর্গা জুয়েলার্স এর মালিক রতন কুমার দে বলেন, রিপন খুব সাদা মনের মানুষ ছিলো, আমি তার মৃত্যুতে গভীর শোকাহত। রাজু জুয়েলার্স এর শ্যম সুন্দর দাস জানান, রিপন বেশির ভাগ কাজ আমাদের ঘরে করতো। কাজ নিয়ে কোন দিন তাকে কোন কথা বলা লাগেনি, সময় মতোই কাজ করতো।
পরিবারে একটু স্বচ্ছলতা আনার আশায় ধার-দেনা করে দুবছর আগে সে মালেশিয়া যায়। তবে সেখানে তার বৈধ কাগজপত্র হয়নি।
নিহত রিপনের পরিবার গরিব হবার কারণে রিপনের লাশ দেশে আনার সম্ভাব হচ্ছেনা।
রিপনের পরিবার রিপনের লাশ দেশে আনতে সহায়তার জন্য সরকার ও হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।