এম হুমায়ুন ভুইয়া, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক ফরিদগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় সদস্যদের দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকালে ব্যাংকের ফরিদগঞ্জ শাখায় ব্যাংক শাখা ব্যবস্থাপক মুহাম্মদ এমদাদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চাঁদপুর শাখা প্রধান এফএভিপি মিজানুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, ব্যাংকের আরডিএস প্রকল্পের কুমিল্লা জোনের অফিসার মো: মোশারফ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান এবং ব্যাংকের ব্যবস্থাপক (অপারেশন) শহিদুল ইসলাম। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।