বোরহান উদ্দিন সাকিব: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ১৯ মে ২০১৯ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড ও কোতয়ালী থানায় ৪টি তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। সকাল ১০:০০টা হতে বিকাল ৫:০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৮ টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ১১ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৭১,০০০/- (একাত্তর হাজার টাকা) জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মহামান্য আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২ পণ্যের অন্তর্ভুক্ত এসিআই লবণ, মোল্লা লবণ, ওয়েল ফুড লাচ্ছা সেমাই, ডুডলস নুডলস ধ্বংস করা হয় পাশাপাশি রংদেয়া মাংস, হাইড্রোজ ও হাইড্রেজ মিশ্রিত জিলিপি ধ্বংস করা হয়।
এপিবিএন, ৯ এর সদস্যবৃন্দের সহযোগিতায় অভিযানসমূহ পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপ পরিচালক জনাব প্রিয়াংকা দত্ত, সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) জনাব বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান সমূহ পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ইপিজেড থানার ঈশান মিস্ত্রির হাট এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করায় আজাদের মাংসের দোকানকে ৩,০০০/-, নজিরের মাংসের দোকানকে ১,০০০/-, রুবেলের মাংসের দোকানকে ৩,০০০/-, মঞ্জুরের মাংসের দোকানকে ১,০০০/- জরিমানা করে সতর্ক করা হয়। একই এলাকার বিসমিল্লাহ্ ভাতঘর এন্ড ঝালবিতানকে হাইড্রোজ ব্যবহার করে জিলিপি প্রস্তুত করায় ৩,০০০/- জরিমানা করে সমুদয় হাইড্রোজ দেয়া জিলিপি ও খামির ধ্বংস করা হয়।
কোতয়ালী থানার বক্সির হাট এলাকায় গরুর মাংসে টেক্সটাইল রং মিশ্রণ ও মূল্যতালিকা না টাঙানোর অপরাধে জমিরের মাংসের দোকানকে ১০,০০০/- জরিমানা করে রংদেয়া মাংস ফেলে দেয়া হয়। মূল্য তালিকা না থাকায় কফিলের মাংসের দোকানকে ৫,০০০/- এবং একই অপরাধে বার আউলিয়া স্টোরকে ৫,০০০/- জরিমানা করা হয়।
মহামান্য আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২ পণ্যের অন্তর্ভুক্ত এসিআই লবণ, মোল্লা লবণ, ওয়েল ফুড লাচ্ছা সেমাই, ডুডলস নুডলস বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় বক্সিরহাট এর মেসার্স বোয়ালখালি স্টোরকে ১০,০০০/- এবং জেনুইন স্টোরকে ১০,০০০/- জরিমানা করে ১৬৫ প্যাকেট বর্ণিত পণ্য ধ্বংস করা হয়।
একই এলাকার জেনুইন ব্রেড এন্ড ফুড ইন্ডাস্ট্রিজকে মেঝেতে রেখে খাদ্যদ্রব্য (পাউরুটি) প্রক্রিয়া করায় ২০,০০০/- জরিমানা করে সতর্ক করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।