ভালোবাসার ছোঁয়া
***************
তাহামিদা খাতুন আঁখি
ভালোবাসা এমন এক ছোঁয়া,
যা তোমাকে হাজার মাইল দূর
হলেও ও কিন্ত তোমায় ছুয়ে যাবেই।।
এ ছোঁয়া আকাশ, পাতাল মর্ত জুড়েই,
ঐ ছোঁয়া যখন আমায় স্পর্শ করে,
তখন মনে হয়, এ যেন প্রখম স্পর্শর মতো।
আর যখন হৃদয ছোঁয়,মনে হয়,
নতুন জনম পাই, মনে হয়,
মনে হয _—————
নতুন জনম পেলাম আবার,
অন্কুর থেকে বীজ উৎগমনের মতো,
সব কিছুই তখন নতুন মনে হয়।
যেখানে থাকেনা আমার,
অতীত, বর্তমান, ভবিষ্যত
থাকেনা লোক লজ্জা,
থাকে শুধু ———
আমার ভালোবাসার কাল——-?
এ এক প্রথম ভালোবাসার স্পর্শের মতো