রাকিবুল ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মামীকে ধর্ষণের দায়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ফারুক সরকার (৩৫) নামে এক ভাগ্নে। রোববার দুপুরে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চৌকি আদালতে হাজির করে পুলিশ।এসময় আদালতের বিচারক পার্থ ভদ্র তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার ফারুক সরকার উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, নদী ভাঙ্গনের কবলে পড়ে ভগ্নিপতি জায়গায় স্বপরিবারে ঠাঁই নেয় ফিটুল প্রধান। এই সুবাদে ভাগ্নের সঙ্গে মামীর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় বাড়ীতে একা পেয়ে মামীকে ধর্ষণ করে ফারুক।
এনিয়ে স্থানীয় বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ওই নারী ফারুকের বাড়ীতে গিয়ে উঠলে তাকে মারধর করে তাড়িয়ে দেয় ফারুক ও তার পরিবারের লোকজন।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় শনিবার রাতে মামলা হলে তাৎক্ষনিক নিজবাড়ী থেকে ফারুককে গ্রেফতার করা হয়।
free datingwebsites
free local dates