কুখ্যাত মোটরসাইকেল চোর ও দুইটি গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামি ওমর ফারুক গ্রেফতার। কাঃবিঃ ১৬৪ ধারায় দোষস্বীকার।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এর নির্দেশে এসআই (নিরস্ত্র) মোঃ ইসমাইল হোসেন, সংগীয় ফোর্সের সহায়তায় থানা এ্লাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মোটরসাইকেল চোর ওমর ফারুক(২২) পিতা- জাহাঙ্গীর প্রধান। সাং- দেওয়ানজিকান্দি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে জিআর ৮৮/১৭, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড এবং জিআর ১/১৮, ধারা- ৩৯৯/৪০৩ পেনাল কোড মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করে অদ্য বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
আসামী বিজ্ঞ আদালতে কাঃবিঃ ১৬৪ ধারায় দোষস্বীকার করে জবানবন্দি প্রদান করে।