আনমোনা চোখে
মোঃ আরিফুর রহমান জুয়েল
**************************
আনমনে অপলক দৃষ্টিতে তাকিয়ে
ঘাড় হাতের কব্জি বাঁকিয়ে,
সুপ্ত আলোর সন্ধানে সুখী মনে
ভাবলেশহীন চাহনিতে রাঙিয়ে।
কিসের কল্পনা আকছো মনে
হৃদয় হীনমন্যতার সন্ধিক্ষণে,
বেড়াজালে আবদ্ধ হৃদয়
যতবার তাকিয়েছি দিয়েছো বিদায়।
কপালের ভূরু কুঁচকানো ত্ত্বকে
কে যেন ডাকছে অপলকে,
যে ভাবে বিবেচিত হচ্ছে হৃদয়
ঠিক ঠাক ঠিকানা হবে পরলোকে।
মায়ার বাঁধনে জড়ায়েছো স্মৃতি
তাইতো এতো স্বজন প্রিতি,
মানলে না কোন আপনজন
মানলে না সমাজ রীতিনীতি।
নিজেকে বুঝতে শিখেছো জানি
ভালো মন্দোও বুঝো মানি,
পিতা মাতাকে জানিয়ে দাও ব্যাথা
গোমড়া মুখে থেকো না অভিমানী।
এভাবে তো আর জীবন চলেনা
অতীতকে কেন ভুলো না,
যা হয়েছে সবিই ছিল ভূলে ভরা
এখন চলবে না আর ভূলোমনা ।
আমার উঠোন পানে এভাবে থেকো না
আর বিশ্বাস করিনা এ সবিই ছলনা,
আমায় পারলে ক্ষমা করে দিও
না হয় আপন করে নিও।
বাবা মায়ের একমাত্র সন্তান তুমি
সে কথা অকপটে স্বর্ণাক্ষরে মানি,
হয় ঠিক মতো ধরো নাহলে আমি শেষ
অযোথা মিছে মায়ায় করোনা টানাটানি।
আত্মহত্যা করার সাহস আমার নেই
শূন্যের কোঠায় নামিয়েছি জীবন,
তোমাকে না পেলেও ক্ষতি নাই
চাইনা অভিশপ্ত কলঙ্কিত মরণ।
*********************************
গাজীপুর-বাংলাদেশ,
০২/০১/১৪২৬ বঙ্গাব্দ
১৫/০৪/২০১৯ ইং।
“””””””””””””””””””””””””””””””