মোঃ হুমায়ুন ভূঁইয়া: ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যকারীদের বিচারের দাবীতে চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে স্থনাীয় রূপসা নবজাগরণ ক্লাবের উদ্যোগে মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেয়। মানববন্ধন ও সমাবেশে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসা নবজাগরণ ক্লাবের আহবায়ক মোঃ রিয়াদ হোসেনের সভাপ্রধানে রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহাম্মদ, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, ক্লাবের উপদেষ্টা ফারুক খান. সফর আলী, জাহিদুল ইসলাম, পিন্টু কাজী, যুগ্ম আহবায়ক মোঃ জহির, মোঃ পারভেজ মোশারফ, মোঃ মিরন, মোঃ তারেক, অনিক সাহা, মোঃ জহির, মোঃ রাসেল, মোঃ মনির হোসেন. মোঃ জাহাঙ্গির, মোঃ মিন্টু, মোঃ জলিলুর রহমান ও আঃ কুদ্দুস প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে নুসরাত জাহান রাফি হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।