শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশিত : ৭:০৯ পূর্বাহ্ন শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
মনে মনে আমি আকাশ ছুঁই
লেখক: তাহামিদা খাতুন ( আঁখি)
চোখটা বন্ধ করলেই আমি
মনে মনে আকাশ ছুঁই।
ছুঁই ছুঁই করেই আমি
আজ অনেক দূরে চলে এসেছি ।
হঠাৎ দেখি ——-
আমি একা, একদম একা,
কেউ নেই পাশে।
কারণ,আমার মতো কেউ
চোখ বন্ধ করে আকাশ ছুঁতে চায় না।
চোখ বন্ধ করে আকাশে ও উড়েতে চায় না।
আমি একাই গিয়েছি,
সেখানে নিজেকে একাই পাবো,
এটা বুঝতে বুঝতে
সময় টা পেরিয়ে একদম শেষ সীমানায়।